‪#‎শীতের_কথা‬
-SHANTANU MONDAL
এ মায়াবী রাত ,এ মায়াবী ক্ষণ
বলে ভালবাসি
হাত কাঁপে শীতে ,পা কাঁপে শীতে
এ দেহ হবে কাশীবাসি
চোয়াল শক্ত ,কান দুটো কাঁপে
মাড়ি বুঝি ভেঙ্গে যায়
চোখ দুটো কাঁপে , কপাল স্থবির
নাকে জল ঝরে যায় !
ঘুমে ভেসে গেছে শিশু মার কোলে
ধরেনি তেমন বায়না ,
আজ শীতের মায়াতে মা ও ঢুলু ঢুলু
তাই আঁকেনি শীতল চুমা l
জোছনা ও চাঁদ মেঘের চাদরে
ঢাকা পড়ে কভু নরম আদরে ,
রূপোলী আলোয় ধোঁয়া ধোঁয়া দেখি
পৃথিবী আছে কুয়াশা চাদরে ঢাকি -
আলোর পরশে হাসে এ জগত্
ফোটে ফুল জোছনায় ,
তবুও অন্ধকারে পথের পাশে
'ফুল ' শীতে কোঁকড়ায়!
তোমার ঘরে আমার ঘরে
সবাই ঘুমে কাতর
ঘর নেই যার সেও অমৃত শিশু
মাখে কুয়াশা মেশানো আতর -
যাবেনা হঠাতে এমন শীত
এ শীত প্রাণ ক্ষয়ি
এ শীতে যদি বেঁচে থাকে পথে
সে হবে মৃত্যুঞ্জয়ী !