সেদিন ছিল জৈবিক প্রেমের হাতে খড়ি ,
ফুরফুরে বাতাসে ,পারফিউমের সুবাস
আর দেহের গন্ধে কিছু টা দিশেহারা
উদ্বিগ্ন মন , আসে পাশে ভ্রুক্ষেপহীনতায়
দুটি হাতের নাগপাশে কিছু সময়ের শৃঙ্খল ;
জীবনের প্রথম নারী -চুম্বন বুঝি ছিলো বিচিত্র ,
কোলের উপর প্রায় শায়িত একটি অন্য প্রাণ ,-
সঘন নিশ্বাসে মৃদু কম্পিত তার হৃদয়দেশ !
কপালে উত্তেজনার স্বেদবিন্দু সন্ধ্যার মায়াবী
আলোয় করেছিল চিক চিক ,
তার হয়তো জানা ছিল সে অধ্যায় অনুমানে ,
চোখে চেয়ে থেকে মুদিল যখন -
কোন অজানা শক্তির টানে ঘাড় নুয়ে এলো ;
বেশ কিছুক্ষণ বয়ে যায় স্রোত ,
আছড়ে পড়ে কে কোথায় কে জানে ,
খাড়া রোম গুলো বলে দেয়
আগে তো জাগিনি কখনো !
এ বিজ্ঞপ্তি ঠোঁটে ঠোঁট রেখে l