💗💗💗রঙ মেখে 💗💗💗
আমার ছিলো আরো রঙ
তুই শুধু চাইলি আমার
ক্যানভাসের সাদা কালো রঙ হতে ,
বাকি রঙ দিয়ে কারে আঁকি বল ?
তুই তো দোসর আর কেউ নয়
তাই পাখি ,ফুল ,নদীনালা
ওরা নিক কিছু রঙ -
জানিস এতো রঙ সব কেনা রঙ ,
আরো একটা দেশে বিনি পয়সায়
রঙ পাওয়া যায় ,নাম হৃদয়পুর ;
তুই এখন তার বাসিন্দা l
তোর হাসি দিয়ে কিনে নিলি
আমার চেতনার সাতরঙ -
মাখলি যতন করে ,ক্যানভাসে
সাদা কালো আর সারাগায়ে
আমার চেতনার ফাগুনের রঙ l