14/09/11

আজি এ নিশি না পোহায় যদি
                    গতিহারা হয়ে থেমে যায় নদী l
যদি গগনের মাঝে
                    চন্দ্র মলিন হয়ে আসে ,
যদি দিবস আঁধার হয়
                    চন্দ্র ভূমে লুটায় ---
যদি সূর্য্য বাড়ায় জ্যোতি
                    হবেনা তো হীনমতি ;
কবির সাধন l

জীবন প্রবাহ বায়
                    মৃত্যু পানে সদা ধায়
চীরস্থির রবে বাঁচি ,
                    ভাবনার কাব্যসূচি --
সম্মুখে মানেনা বাঁধ
                    ডিঙ্গি বায় জল অগাধ l
কাব্যরসে তৃপ্ত করি
                    সুপ্ত আশা কণ্ঠে ভরি
সঞ্চারে জীবন l


রুদ্ধ যদি কণ্ঠ হয়
                    দীর্ণ ব্যাথা বক্ষে রয় --
সর্ব আশা উচ্ছাসে ত্যাগী ,
                    বিশ্ব সপ্ন চক্ষে মাগী ;
স্বপন বেগে রহে চাহি
                    কলুষ যথায় দৃপ্ত নাহি
তথায় রচিয়া গাথা
                    দৃষ্ট ক'রে মর্মব্যাথা --
সেই  তো গাঁথন l

লয়ে  শত  কল্পনার  রাশি 
                    আনন্দের  স্রোতে ভাসি 
মানবের করতে সজাগ
                    রচে নানা কাব্যমালা
সুখ-দুঃখ  প্রেম -প্রীতি
                    করি রোমন্থন -----
               এই তো কবির সৃজন l