August 3 /2012

                  ☆উপহার☆

একদিন  অমানিশার  অন্ধকার  অতিক্রান্ত  হইবার পর
বর্ণময় আলোকোজ্জ্বল  সুনির্মল প্রভাতে...
বসন্তের  লাল কৃষ্ণচূড়ার একটি  স্তবক
ও সর্নালী সূর্য  কিরণের বর্ণচ্ছটার উপহার
পাঠাইয়াছিলে একটি  ভাঁজ করা  পত্রে ,
আমি  সত্যিই  জানিতাম না  কেন  অমন করিয়া 
লিখিলে  সেদিন,  বুঝিবার  ক্ষমতা  ও হয় নাই তখন ,
তোমাকে গুরুত্ব দেবার অবকাশ পাই নাই !
তোমার  আমার  প্রতি  যে  বিহ্বলতা , 
আমার  অন্তরকে নাড়া  দিতে  পারে নাই।
                      •••🍁•••
তুমি  নিরব হয়ে  স্নিগ্ধ  নয়নে  দৃষ্টি  বর্ষণ করিতে ,
আমি  নিছক  সাবলীল ভাবে
তোমার  প্রতি  প্রকৃত  হোক  বা  কৃত্রিম,
মৃদু  হাস্যকল্প রচনা করিয়া  ক্ষণিক  পরে
দৃষ্টি  ফিরাইয়া  লইতাম  ---

আমি  এক্ষণে  উপলব্ধি করিতে  পারিতেছি,
তোমার  স্মিত  বদনে  বোধকরি  একটু  লজ্জা ফুটিয়া  উঠিত , 
আর বোধ হয় ওষ্ঠ  ও অধর ঈষৎ  কম্পিত  হইয়া 
আবার  থামিয়া  যাইত ।
                   🍁 🌿 🍁

একদিন  তুমি  কোথায়  উধাও  হইয়া  চলিয়া যাইলে, 
আর  তোমার  দেখা  পাইলাম না, 
কেন জানিনা  আমার  হৃদয়ের  মণিকোঠায়
ব্যাথা  অনুভব করিতে লাগিলাম ।

তারপর বহু দিন তোমার  অনুপস্থিতি
আমাকে  সহস্র  কল্পনা রাশির অমৃতগর্ভে
ভ্রমণ করাইয়াছিল,যাহা তোমার অলক্ষ্যে----


যে ভাবনা শুধু আজ পর্যন্ত অকথিত ছিল ,
যাহা বহু  কাল যাপনে  অনাদরে মস্তিষ্কের
কোনো এক অজ্ঞাত কোষের  স্মৃতি কক্ষে
সঞ্চিত  রহিয়াছিল ;  ক্ষয় হয়ে  যায় নাই --
তাই কালেভদ্রে,  ক্ষণে  কুক্ষণে মনে করাইয়া  দেয় 
সেই  অস্ফুট  বাগ্মী ,  মৃদু
স্ফীত  ব্রীড়াবনত মুখ খানি !

তোমার  অজান্তেই  আজ তোমার  কানে  বেজে  ওঠে  ---
'কেমন  আছ ' ???
প্রতি প্রশ্ন  না করিয়াই জবাব  দিতেছি
ভালো  আছি, বড়ো ভালো আছি আমি।।