যদি তুমি গিরগিটি হতে আর আমি গাছ
তুমি আমার শাখায় দৈনিক মিশে যেতে
আমার বুকেই কাটতে আঁচড়
আমার শরীরে লুকিয়ে থাকা কীট পোকা খেতে
আবার মুহুর্তেই চলে যেতে এগাছ ওগাছ
তুমি যদি গিরগিটি হতে মানাতো ভালোই
কারণ ওটাই তোমার স্বভাব
তোমার প্রতি মাসে নতুন পোশাক ভালোই মানায়
দিনের মধ্যে অধিকাংশ মিথ্যে কথা তাও ভালো
তোমার প্রাক্তন প্রেমিকদের ঘ্যানঘ্যান বড় সাধারণ
তোমার রেজিস্ট্রি ম্যারেজ ভেস্তে যাওয়া
সো কলড ইনসেস্ট বরের প্রেমারতি মেনে নিয়ে ভালবেসেছিলাম,
তবুও ফিরতি বসন্তে থানার মোড়ে
নতুন প্রেমিকের হাত ধরে হেঁটে যাওয়া...
শেষ বার যা বলেছিলাম যদি মনে পড়ে...
না থাক আমিই মনে করিয়ে দিই
বলেছিলাম - এর চেয়ে তুমি বারবনিতা হয়ে যেও!
২০১৫ থেকে আজ ২০২০ প্রতি বসন্তে
কানে ভেসে আসে তোমার নতুন প্রেমিকের কথা ।