আমি বার্ধক্যেও চির তরুণ তোমার জন্য
আমি ষাটোর্ধেও দৌড়াই কবিতার লড়াইয়ে।
আমার চোখে নবম শ্রেণির রাত না জাগা ঘুম,
দ্বাদশের কল্পনায় কলম হাতে বিভোর।
প্রথম প্রেমের মত কল্পনাবিলাসী হয়ে
তোমায় সাজায় ছন্দে,তালে আর অর্থের অনর্থে।
সেই কিশোর বয়সে ভালোবেসেছি তোমায়
আজো ভুলিনি।
প্রেমের খাতা খুলে হিসেব কষি করে কড়াকড়ি,
কিছু পথ গিয়ে ঘুরিয়ে প্যাচিয়ে তোমাতেই ফিরি।
কখনো ছাড়িনি তোমায়, আমায় ছাড়নি তুমি শত বাধায়।