এতো করে দেখি ভরে না মোর মন,
শুরুতে জীবন তুমি কেনো এলেনা যোজন-যোজন।
সর্গের মতো সবই লাগে এখোন,
এ ভুবন এভাবে কাটাবো,
তোমায় নিয়ে সারাটা জীবন।
নয়নে আকি তোমার ছবি
হৃদয়ের তুলি দিয়ে রাংঙ্গানো সবি,
সপ্নের মতো এভাবেই কাটাবো
আমার এই জীবন।
প্রতিদিন ঊষা জাগে সুর্য্য উঠে,
শিশিরের ছোয়ায় ফুলেরা ফোটে,
পাখিরা গাহে গান।
তুমি আমি মুখো-মুখি
কাটাতে চাই সারাটা জীবন।
বিছিয়ে দিয়ে বয়ে নিয়ে নিজেকে
চলছি দুর জানা-অজানার দেশে।
তোমায় কেনো দেখি বারে-বারে,
তৃপ্তি মেটেনা মোর, শঙ্কিত হীয়ায়,
ফিরে যাই আমি, কারো পথে
অঙ্কিত অলংকার পরে।