আমি অমিত নই যে তোমাকে মাঝ পথে ছেড়ে দিব।
আবার আমি দেবদাসও নই যে তোমাকে চোখের সামনে অন্য কারোর হতে দেব।
তুমি অভিমানে দূরে গেছো তাই আমি চলে যাব না কবিতা।
আমি আমার পুরনো ডাইরির মাঝে তোমায় পুন-পুনশ্চ খুঁজছি।
আমার কাছে হেমাঙ্গের প্রেম যন্ত্রণা পাইবা,
হুমায়ুনের হিমুর মত অপেক্ষা করাব তবুও ছেড়ে দিব না।
তোমায় পেলে তোমার হাতে রেখে হাত, শত বাধায় করে আঘাত,
আমি লিখব তোমায় নিয়ে কালজয়ী কবিতা।
তোমাকে বানানো আমার শ্রেষ্ঠ উপন্যাসের নায়িকা।