তোমাকে ভালোবাসা আমার ভুল নয়
ভুল আমার কপালের, মানুষের মস্তিষ্কের
সমাজ আর জীবন-ব্যবস্থার।
প্রচেষ্টার ব্যর্থতা নাকি ভাগ্যের পরিহাস?
প্রশ্নটা কি উত্তরের জন্য খুবই সহজ নাকি কঠিন?
সে যাই হোক ভালোবাসা তো খাটি!!
জীবনের পথে যখন পা পা করে হাটি
বাস্তবতা দেখেছি, অশ্রু জড়িয়েছি
শত দুঃখ, বেদনা পেয়েছি,
কখনো কেঁদেছি আবার কখনো হেসেছি।
কি অদ্ভুত! কখনো থেমে যায়নি!
শত মানুষের ভিড়ে, হাজারো প্রতিযোগিতা ঘিরে
প্রতিনিয়ত, জীবন তার আশা খুঁজে ফিরে।
কখনো হয় ক্লান্ত আবার কখনো দুর্দান্ত।
জীবন ক্রমশ কঠিনতার দিকে দাবিত হয়,
যেখানে শৈশব মধুময়, কৈশর আনন্দের।
যৌবন চেলেঞ্জিং আর কাজের,
বুড়োকাল প্রায়শ্চিত্ত আর উল্লাসের।
তবে সেটাও খুবই দুঃখময় হয়
যখন অতীত গুলো অব্যবস্থাপনায় কাটানো থাকে।
যৌবনও তেতো হয়
যখন ভালোবাসার মানুষ থাকে না,
বা থাকলেও তাকে পাওয়ার আশা থাকে না,
অথবা দুই টা থাকলেও সমাজ হয় প্রতিবন্ধকতা ।
কবি যেমন অন্ধকার রুমে আর বাহিরে ঝড়
মাঝে মাঝে বিদ্যুত চমকায় আমাকে করে অতঃপর>