সাধুর বেসে আমি সন্ন্যাসি নই
পাড়ার লোকে বদনাম করলে
তাহা আমি কুড়াবার নই।
পেলাম ত আমি আঘাত
তুমি ত রলে না সই।
খারাপি যা আছে না হয় আমিই নিলাম,
তুমি ত রইলে সুখে।
বদনাম হোক আমায় ঘিরে
সুনাম না হয় তুমিই পাও।
তুমিহীনা চলে না জীবন
কুখ্যাতি আর তেমন কি!
আমি অভাগা অনাহারি
তুমিহীনা আহার না করি,
ভালোবাসি তোমায় ভালোবেসে যাব
এই জীবনেরও তরে।
ছলনাময়ি তুমি,কবিতা তুমি,
আলো-ছায়ার খেলায়
থাকা না থাকার মিছে মায়ায় জড়ালে আমায়..................।