ভালোবাসা কি বয়স মানে,
কিংবা প্রতিবন্ধকতা..?

ভালোবাসা ভালোবাসতে জানে,
কিসের এতো জড়তা?

সময়ের সাথে বাড়লে বয়স,
কমবে প্রেম কে বলেছে?

বৃদ্ধ বেলায়- কথা সরস;
আদিখ্যেতা!! কে জেনেছে?

পাকা চুলেও হয় যে খোপা;
বেনির গাথুনি-

পাঞ্জাবিতেও লুকনো যায়
গাজরা, ফুলের রানী।।

ঘামের বিন্দু মুছে আজও বিবর্ণ আচল,
শখ করে আনা যায়—
আলতা আর কাজল।

ভালোবাসা আটকে গেল তোমার কাগল চোখে
তোমার বেনিতে দিব আমি হলদে ফুল গুজে।

সবই হল প্রেম আমার বয়স মানে নাই
আবেগ এখনো আছে শুধু তোমায় দেখাতে চাই!