বসন্তের বাতাস তোমার জন্যই কাঁদে!
ওকে তোমাতেই মানায়ও বেশ!
মানিয়ে নিয়ে মিশে যেও সুখের বাগিচায়,
তোমার সুখ নিপুণতা আমি পথের ধুলো হয়েই রইব।আমি চাষার ছেলে ওতে আমি ধন্য।
থেমে নেই কিছুই কারো!
তুমি হয়ত জ্যোৎস্না দেখ!
আমি দেখি দুর শহরের ল্যাম্পপোস্টের।
তোমার উঠ নে স্বপ্নরা খেলে আপন মনে:
আমার মেঘের ভয়!এই বুঝি সব ভেসে যায় প্লাবনে।
তোমার এলো চুলে সু; ছরায় নত হয় কত!
আমার কাধের পরে লাঙ্গলের চিহ্ন ।
তপ্ত মরুতে জীবন আমার ভাঙ্গনের
ফসলে পূর্ণ হয়।
--সংক্ষিপ্ত।