এহো জীবন-এহো যৌবন
কোন মাতমে মাতম ভেলায় ভাসে,
কেবা আপন কেবা পর তারি খোজ জলসা মাঝে।
বিশ্ব:বৈভব বিষিয়ে বিভোর দৈত্য-দানবে
আপন মাঝে ক্ষত চিহ্ন পূন: নাহি হবে,
কান্না-হাসির সংসারেতে বিদায় হবে যবে।
যখন নাই রহিবে মোর জীবন প্রদিপ
রহিবে না মোর আপন কান্না-হাসি,
রহিবে না মোর সম্পদ যত সুখ স্মৃতি।
এমন হবে কেন তবে?
অতৃপ্ত আত্মার পূন:হরন,
কেন তবে এমন মরন?
মাঝ রাইতের হটাৎ জাগা!
রুদ্ধশ্বাসে বিদ্যুপ মেলে,
এ কি মৃত্যুর আলিঙ্গনে?
ভয় করি নাকো ভয়ের ভয়ে
ভয় যদি হয় মরন মাঝে ,
চলছি কেনইবা তবে সং সেজে!!