হেতা মোরে ধ্বনি নাই!
পলকের পটে শুন্য স্বপ্ন
গরিমসিতে দেবালয়ের সুখআত্মি।
ভরসার ভেলায় ধরিছে ফাটল।
নাই ! কিছু আর বাকি নাই!
যা ছিলো তোর তরে মোর সম্বল।
বিদ্যাবুদ্ধি যতনে যত কেটেছে আঁচল
বক্ষের ভিতর ললাট ভূমি-
ওই দেখ ! চালাইছে সে লাঙ্গল।।
(সংক্ষিপ্ত) দ্বীপদেশ।।।