এই আমি-
আমাকে ওরা কত ঘসে,সেজে মেঝেতে বসিয়েছে।
হাতে রক্ত আঁকা মেহেদী,মুখে কারুকার্য।
কিংবা নব সাজে চুলের খোপা,আমি পরিপাটি।
পায়ে আলতা আঁকা,হাটুরদ্বয়ের উপড়ে নিরবচ্ছিন্ন চাহনিতে মুখ খানি।
তখন পযর্নত আমার শিরা উপশিরায় যে চন্চলতা আর নি্স্তব ধব্নী " সে"
আমি কারো বাগদত্তা হতে চলছি, কিংবা কারো হাতের রুমাল! যখন যেভাবে ব্যবহার হতে পারি।
সম্স্ত দেহ মনে টেনে ছিড়ে খাচ্ছে শকুনের দলের মত।
এ কি?
আমি যে কখন অপরিচিত ঘরে এসেছি,কপত কপতির মত মিলনে আচ্ছন্ন হয়েছি!
বুঝতে আর বাকি রইল না,এতক্ষণ একটা আত্ম হত্যা সম্পন্ন।।
------------------------------------------------
কবিতাটি আমার অনেক পুরোনো একটি কবিতা।
এটি কবি রাবেয়াকে উৎসগ' করলাম।।