তোমায় ভেবেছি নীলাচলে পাহাড় চুড়ায় দারিয়ে, শত পাহাড়ের দৃপ্ত -দৃঢ়তায়।
তোমার অশালীনতাকে খুব কাছ হতে দেখেছি।
আমি ধন্য এ দেশে।।

তোমার বুক চিরে যে ধারা দেখেছি,
সত্যি আমি কেঁদেছি তখন!
মেঘ-
তোমাকে ছুবো বলে বিধাতার কাছে- প্রাথ'না আমার!

তোমার নিস্তব্ধতা আমাকে ছুয়ে গেছে।না! এ যাএায় তোমায় ছোয়া হলো না - মেঘ।

কদিন পরে যখন আবার আসব হয়ত তখন তুমি বেআব্রুতার বেষে রবে।
তোমার চুড়ায় দারিয়ে তোমার দরীদ্রের চেহারায় দেখব?
না! প্রকৃতি  তার বসএ্ো হরন করো না!
আমি নতুনত্ব খুজবোই,
হয়ত তখন মেঘ,পাহাড় আমি অন্য কারো প্রেমে মসগুল হবো!