ভালোবাসা বুঝো তুমি?
আর কবিতা?
হয়ত বুঝো! তাহলে হীন কেন?
চার দেয়ালের ছোট্র ঘরটার প্রতিটা জায়গা তোমার খুব চেনা।
ময়লাযুক্ত আসবাবপত্রগুলো তোমার ছোয়ায় বুদ হয়ে পড়ে আছে,তুমি ছুয়ে দেবে বলে।
ছাড়পোকার উপদ্রবটা আজকাল অনেক বেশি।
তোমার পড়ার টেবিলটা নরবরে অলস সময় পার করছে।
দেয়ালঘড়িটার কাটার আওয়াজ আজকাল একদমই পাই না, বদলে টিকটিকির আওয়াজ।
তুমি ভালবাসা বুঝ না! তুমি হীন,শুরুর জন্যই শেষ করেছো।
তুমি অনুভুতির পবিএতা বুঝো না,কবিতা বুঝবে কিভাবে!ওটাকে ভালবাসতে হয়, তবেই বুঝবে।।