সমীকরনের ভুল,
ব্যাসবাক্যে তাতেও ভুল,
ভুলেই যেন আজকাল আমার কথিত গোটা রাজ্য।
আমি আজকাল শুধু যুদ্ধ দেখি স্বপ্নে।
হেরেই যাচ্ছি হয়ত ক্রমাগত !
অভিনয়ের অভিধানে যুক্ত শত সম শব্দ।
কাল্পনিক আর বাস্তবতার ঝঞ্ঝাট।
তবুও বেচে আছি!
হয়ত থাকবো ঢাল তলোয়ারের ঝনঝন শব্দে।
তবে কি এটাই জীবন?
হয়ত! তবে আমার জন্য হয়ত ওটা নয়।
আজকাল আয়নার সামনে দারাতেও ভয় লাগে,
প্রতিবিম্বও আমায় ঈর্ষা করে।
আমি হেরেই যাচ্ছি প্রতিনিয়ত।
কলেবরে যদি অসম সমীকরণ মিলানো যেত-সমশব্দের খনায়।।
-দ্বীপদেশ