অদ্ভুত সব কৃতি ঘটলো, না আর বলার কি বা আছে।
জীবনের সরলগতিকে স্থিমিত করে কোন এক কালো গহ্বরের প্রহরীর ভূমিকা যখন তখনও আমি চড়াইভাতি ব্যাস্ত।
দৃশ্যত তন্দ্রাহীন এখন আমি,
কটা সাপেনেউলের "কু- তেই মগ্ন।
আড় চোখের আড়ালেই যত খুনসুটি , ভেবনা-
তোমার গগনচারী এ ছায়াতরু।।