নিরেট অনধকারের ছায়া মানবী -
তোমাকে ছুতে চেয়েছি,পারিনি!
তোমর শেষ ইচ্ছা?
থাক কালের গর্ভে' ঝুলে থাক!
তুমি এত প্রশ্ন করনা,
ওগুলো তোমার আমারই।
দিগন্তের শেষে অবসাদে মনে ধরা,
কটা হাসিই তো?
ভুলে যেও যদি পার।
শৈশবের বৈরিতা ভেবনা!
কষ্ট পাবে,ঘৃনা দেবে,
কাঁদলে কি হয়!
জমদগ্নি তুমি আমি,বোবা কান্নায়!
থাকনা একটু আড়ালেই, নীলোৎপলতায়।
যে হাসিতে ঘুম ভাং তো তার খেয়ালিপনায়,চঞ্চলতা এখনো ডুবে যাও! না বয়সের সীমাবদ্ধতায় নয়,বরং কালের বিদ্রূপ কঠিন তুমি- আমি।।