তবুও বেঁচে আছি
মোমিনুল হক আরাফাত
তবুও বেঁচে আছি আমি,
ব্যর্থ জীবন আর ব্যতিত এ-মন নিয়ে,
সার দিন ঘুরি আনমনে,
সন্ধ্যা হলে ফিরি আশাহত বুক নিয়ে।
তবুও বেঁচে আছি আমি,
বেঁচে আছি এখনো আগের মতো।
শুধু নাই বেঁচে আহত বুকে ,
সে ছোট ছোট স্বপ্ন আকাঙ্ক্ষা গুলো।
যত স্বপ্ন যত প্রেরণা,
সবি তো ছিল মরিচিকা।
বেঁচে আছি আমি, তবু কেনো মনে হয়,
মৃত্যুর পথে হাঁটছি বহু কাল ধরে।
নিয়তি যখন বলে আমায়?
সত্যি কি তুমি বেঁচে আছো?
তোমার তো বহু আগে মরার কথা,
আমি তারে বলি একুটু মৃদু হেসে,
মরেছি আমি, মরেছি বহুবার,
এই জীবিতো এই যে মৃত্যু
এভােব তো আছি বেঁচে।
বেশ তো আছি সুখে তাই কি মনে হয় কভু?
বেঁচে থাকতে হয়, বাচাঁর মনে জীবন?
বেঁচে থেকেও যারা মরে যায়
তাদের খবর প্রকাশ হয় না দৈনিক পত্রিকায়।
বেঁচে থাক বাবা, বেঁচে থাক,
স্বপ্ন দেখে যাও নব প্রভাতের,
উদিত হবে সুখের রবি তোমার আকাশে।
এমন কথা শুনেছিলে তুমি বহুবার
তবে দেখি নাই কভু সুখ,
আঁধার মাঝে জন্মেছিলাম
আজো আছি সে আঁধারে পড়ে,
জীবন ধরাতে এখনো তো কাঁটে নি রাত
কী করে উঠিবে নব প্রভাতের সূর্য?
দীপ্তি ছড়িয়ে যেত দাও সূর্য উঠিত দাও
দেখিব সবি আঁধার বিলীন হয়েছে।
জীবন তোমার এসব আবেগ জড়ানো কথা,
আমি বিশ্বাস করিতে পারি না আর।
জীবন তুমি তো এমন কথা বহু বার বলে-
বহুবার দিয়েছ ধোকা।
কত শত রজনী পার করিলাম,
প্রভাতের প্রতীক্ষায় থেকে,
তবে প্রভাত সে তো হয় নি আমার জীবনে।
জীবন তোমায় চিনেছি আমি,
তুমি বড় ধোকা বাজ, তুমি বড় স্বার্থ পর।
তুমি এভাবে মিথ্যা বলে আর কত কাল,
রাখবে আমায় বাঁচিয়ে?
মিথ্যা কেনো বলো আমায়?
কেনো দেখাও বারে-বারে মিথ্যা স্বপন?
স্বপ্ন কেনো দিলাম জলাঞ্জলি?
কি ভুলে এতোটা ভেসেছি চোখেরি জলে?
জীবন তুমি কি বলতে পারো এসব আমায়?
চারিদিক কেনো নিস্তব্ধ আমার?
চারিদিকে কেনো আঁধার দেখি?
জীবন তুমি কি বলবে আমায়?
একবার বলো তো দেখি কি ভুলে,
ভেসে গেলো স্বপ্ন গুলো মহা সমুদ্রে?
৩০-১০-২০১৭
এলবামঃ স্মৃতির পাতায় ইতি-১২