স্বপন
মোঃ মোমিনুল হক আরাফাত
কেন দেখিয়ে ছিলে স্বপন?
কেন ভেঙ্গে দিলে এ মন?
আমি তো দেখি নাই স্বপন,
তুমি দেখিয়ে ছিলে স্বপন,
আবার কেন ভেঙ্গে দিলে এ মন?
পাথর এ হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেল,
তোমারি ছলনার আঘাতে।
আবুঝ মন কেঁদে যাচ্ছে আজীবন,
তুমি কি আসিবেনা কভু ফিরে?
কী এমন সুখ পেলে আমায় ভাসিয়ে-
বিরহের লোনা জলে।
এ জীবন হয়ে গেল পুড়ে ছাই,
শুধু একট অপরাধ!
তোমায় দেখিয়ে ছিলাম,
তোমায় বেসে ছিলাম ভালো,
এইতো ছিল আমার অপরাধ।
বল ওগো বলো!
কেন ভেঙ্গে দিলে স্বপন আমার?
কেন নষ্ট করে দিলে এ জীবন?
আমি আর দেখিতে চাহিনা স্বপন,
রাঙ্গাতে চাহিবনা পোড়া মন।
নাইতো তবু পথ চলা থেমে,
আজো ভেয়ে যাই তরী,
দুঃখের সাগরে,
ক্লান্ত বিনের সুর বদলে যাই,
তবু হলো নাত বদল,
হৃদয় হতে তুমি।
২৯ ভাদ্র ১৪২১ বংলা,
১৩-৯-২০১৪