রং তুলি
মোঃ মোমিনুল হক আরাফাত
স্বপন বুনে ছিলাম ভুল করে,
অবিরাম হেঁটে ছিলাম,
শূণ্যতা ডাকিতে।
ক্লান্ত হয়েও থামিনাই পথ চলা,
হৃদয়ের প্রান্তর ছিঁড়ে,
কে যেন চলে গেল দূরে বহু দূরে-
বলিনাই তো কখনো এ কথা,
শত শূণ্যতা থাক এ বুকে,
তবু জীবন চলে জীবনের রংয়ে,
আজো হেসে মেতে গেয়ে,
পড়ি দি জীবনের আর আর একটি দিন।
আকাশের নিলীমার দিকে তাকিয়ে,
পড়ে ছিল মনে কত স্মৃতি,
বেজেছিল কান্নার বীন হয়ে,
আহত হৃদয় নিরঘুম রাতে,
খুঁজে ছিল তোমায় কত যতনে।
না পেয়ে তোমার সাড়া,
দিয়ে ছিল কত পাহাড়া।
শত শূণ্যতা এ বুকে-
আজো চলি একলা অজান্তে,
হয়তো কোন নিরজনে
আসবে তুমি আলতা পায়ে।
১১ই ভাদ্র ১৪২২ বাংলা,
২৬-৮-২০১৪