প্রতীক্ষা
মোমিনুল হক আরাফাত
আকাশ চেয়ে গেল কালো মেঘে,
সূর্যটা লোকাল মেঘের আঁড়ালে,
কোথাও কেউ নাই চারিদিকে নিস্থব্দ।
মেঘের গর্জনে শরীর শেউরে উঠিল,
হঠাৎ নামিল মেঘ ফাটা বৃষ্টি।
কোথাও পালাবার জায়গা পাচ্ছিনা,
একটি বুড়ো বট গাছের নিচে দাঁড়ালাম,
কোন মতে মাতাটা না ভিজে মতো।
সন্ধ্যা হয়ে যাচ্ছে,
নামিল অন্ধকার।
তবু বৃষ্টি থামিল না একটুও,
জননী মা হারিকেন জ্বলিয়ে,
দাঁড়িয়ে আছে দরজার পাশে,
প্রতীক্ষায় আছে কবে ফিরব বাড়িতে।
দু চুক্ষ তাঁহার অশ্রু জলে ভিজিয়ে গেল।
তাঁহার খোকন ফিরলনা বাড়িতে তাই।
এমন প্রতিক্ষায় থাকনা এই ধরাতে,
জননী মা ছাড়া অন্য কেউ।
তাই তো হলো তাঁহারি চরণ স্বর্গ.
সন্তানেরি জন্য।
২৯শে বৈশাখ ১৪১৫ বাংলা,
১২-৫-২০০৮