নীলিমা তুমি কার
মোমিনুল হক আরাফাত
জীবনের অনেকটা দিন পেরিয়ে গেল,
অনেক রাতের হয়েছে দেখা,
তবে সে রাতে ছিল না জ্যোৎস্না ।
জোনাকিরা প্রদীপ জ্বালায় না;
ভূবনে আমার।
চারিদিক নিস্থব্ধ আমার,
থমকে গেছে পৃথিবী আমার,
তোমায় হারিয়ে।
যতটা রাত এসেছিল জীবনে,
সবি ছিল অন্ধকারে ডাকা।
একটুও জ্যোৎস্না ছিল না কোনোখানে,
একটুও সুখ ছিল না এমনের আনাছে-কানাছে,
ভালবেসে ভেসে গেছি।
প্রতিটি রাতে ছিলাম তোমার প্রতীক্ষায়,
ভেবেছিলাম মান অভিমান ভুলে,
নীলিমা তুমি আসবে ফিরে।
তবে তুমি আসোনি ফিরে,
জীবন থেকে ইতি হয়ে,
স্মৃতির পাতায় গেছো চলে।
আমার সকল চাওয়া-পাওয়া বিপলে গেল,
হলো না তোমায় কাছে পাওয়া,
জোনাকিরা আজ তোমার ভূবনে,
স্বপ্নরা আজ দূর প্রবাসে।
হয় নি এক সাথে খালি পায়ে
হাতে হাত রেখে-
শিশিরে ভেজা ঘাসে হাঁটা।
এমনও স্বপ্ন ছিল আমার,
তুমি আসবে ফিরে এ মনেরি ঘরে।
দেখা দিবে আমায়-
দিবে ভালবাসার চাদর জড়িয়ে।
আলোকিত হবে ভূবন আমার,
তোমার সাড়া পেয়ে।
জোনাকিরা প্রদীপ জ্বালাবে,
ঝিঝিরা গুঞ্জন ।
তবে এমন হয় নি।
তুমি তো আসোনি ফিরে,
এই আমি শূন্য রয়ে গেলাম।
সংসার গুচিয়ে নিয়েছো তুমি,
আমি তো পারি নি।
পারি নি ভুলতে তোমায়।
তুমিও কি ভাব আমার মতো?
কোনো অবেলায় বসে নিরজনে।
না, তা কখনো না,
তুমি তো আছো অনেক সুখে,
সাংসার সন্তান সবি হলো তোমার,
বুকের দু-পাশে জড়িয়ে দু সন্তান
যাবে শত দুঃখ ভুলে।
শুধু পারছি না আমি ভুলতে তোমায়,
কখনো কি আসবে তুমি ফিরে?
জীবন থেকে ইতি হয়ে,
স্মৃতির পাতায় গেছো চলো।
তবু তো ইতি হতে পারে নাই,
নীলিমা, এ বুকে তোমার স্মৃতি।
১১ চৈত্র ১৪২৩ বাংলা,
২৫-৩-২০১৭ ইংরেজি