ইতি আজ স্মৃতি
মোমিনুল হক আরাফাত
অশ্রু কেন ছল ছল দু চোখে?
হয়তো তোমায় মনে পড়ে ছিল।
ইতি তুমি তো,
স্মৃতি হয়ে গেছো বহু আগে।
তবু কেন এ মন ভাবে তারে?
পাওয়া না-পাওয়ার যন্ত্রণা এ বুকে বেঁধেছে বাসা
তুমি তো দূর আকাশে মিশেছ বহু আগে।
ফিরে কি পাব কভু তারে?
ফিরে কি আসবে তুমি?
কোন এক ভোরে?
নয়তো সন্ধ্যা রাতে,
ধ্রুব তারা হয়ে দিবে কি দেখা?
আজ বড় বিষন্ন আমি।
তোমার স্মৃতি ঢেউ তুলছে
আহত বুকে।
জনম-জনম ধরে খুঁজেছি তোমায়
তুমি তো হলে না কভু আমার।
ইতি, তুমি কার?
নীলিমা!
কেন তুমি হলে না আমার?
কি ছিল অপরাধ;
দিয়েছি তোমায় অপবাধ?
কি করে গেছ এতটা দূরে সরে?
মনে কি পড়ে না এক বারও ভুলে?
ভুলে গিয়ে কতটা আছো সুখে?
বেশ তো যায় দিন তোমার।
শুধু হেরেছি আমি;
তোমায় হারিয়ে যন্ত্রণাকে করেছি সাথী।
প্রতি সেকেন্ডে একবার তোমায় ভাবি,
প্রতি মুহূর্তে একবার নিঃশ্বাস যায় থেমে;
তোমায় তোমায় ভেবে।
ফিরে তো এলে না আর,
বলে তো গেলে না,
কি ছিল ভুল আমার।
কেন চলে গেছো এতটা দূরে?
কী ভাবে বেঁছে আছি জানি না নিজে।
সে দিনে থেমে গিয়ে ছিল,
যত স্বপ্ন যত প্রেরণা ছিল এ বুকে,
যে দিনে তুমি চলে গেছো দূরে।
বেঁচে কি আছি নাকি নাই,
তা জানি না নিজে।
হয়তো বেঁচে আছি,
তোমায় হীনা বাঁচি কি করে?
মৃত্যুর চেয়ে বেঁচে থাকাটা যন্ত্রণা কর।
কেন বেঁচে আছি কিসের স্বপ্ন এ বুকে?
তুমি হয়তো ফিরবে কোন এক ভোরে,
আমার যত না বলা কথা আছে এ বুকে,
সবি শুনবে তুমি নীরবে দাঁড়িয়ে,
সে স্বপ্ন আজো দেখি।
সে স্বপ্ন বুকে নিয়ে আজো আছি বেঁচে
তোমারি পথো চেয়ে।
৭-মাঘ-১৪২৩ বাংলা
১-২০-২০১৭ ইংরেজি
এলবাম-স্মৃতির পাতায় ইতি-৬