পল্লী
মোঃ মোমিনুল হক আরাফাত
যান-ঝট এই শহরে,
কেন পাঠালি মোরে?
আমি আজী ছুটে চলে যাব,
ঐ শৈশবের পল্লীতে।
এই শহরে নাইরেত মায়া,
এই খানে নাই কোন গাছের ছায়া,
এই খানে নাই কোন নীরবতা।
এই খানে সদা গর্জন।
এই খানে যায় নাত শুনা,
পাখির কলকলানি,
যেতা যায় শুনা,
আমার ঐ শৈশবের পল্লীতে।
আমি ছুটে যাব এক নিমিশেই,
ঐ ছায়া ডাকা গ্রামে,
যে খানে আছে অজস্র
সুখ শান্তি।
আমায় ছেড়ে দাও মোরে যেতে দাও,
ঐ শৈশবের পল্লীতে।
চাহি নাত আমি ধনের পাহাড়,
যেথা পড়ে আছে এই শহরে,
যার মাঝে আছে নকল সখ।
আমি পল্লীর ছেলে আমি পল্লীর-
ধুলো কাঁদা মেখে থেকে যাব আজীবন।
১৯-২-২০১০