বাংলা
মোঃ মোমিনুল হক আরাফাত
যদি চলে যেতে হয় কভু এই বাংলা ছেড়ে,
তবে যাবে ছেড়ে আমারি দেহ।
আমারি মন প্রাণ থাকিয়া যাবে,
ওগো বাংলা দেখিতে তোমাকে।
আমি বাবে বারে আসি ফিরে,
দেখিতে তোমারে ভিবুর ভাবে।
দেখিব আমি সবুজের মাঠ,
আমি কান পেতে শুনিব,
রাখালের বিনের আওয়াজ।
দূর থেকে বেসে আসিবে,
ঘুঘুর ডাক।
আমাকে ছুঁয়ে যাবে মৃদু হাওয়া।
আমি দু-চোখ ভরে দেখিব,
টিয়া আর বকেরা দল বেঁধে,
ফিরছে নীড়ে।
২১-১০-২০১১