ইচ্ছা করে
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
এক বুক জ্বালা নিয়ে,
বসে আছি আমি,
খোলা আকাশের নিচে।
তখনি মোর ইচ্ছা করিতেছে,
ছুটে চলে যেতে
সেই ছোট্ট বেলায়।
ইচ্ছা করিতেছে,
নদীতে সাঁতার কাঁটতে।
পাখির ঝাকের মাঝে উড়ে বেড়াতে,
করিতেছে মোর ইচ্ছা।
ইচ্ছা করিতেছে সারাগায়ে,
ধুলো মেখে করিতে খেলা।
ইচ্ছা করিতেছে মায়ের বুকে
মাথা রেখে ঘুমাতে;
আর দুলনাই ছড়তে।
ইচ্ছা করতেছে বালকদের সাথে,
ঝগড়া আর গাল দিতে।
ইচ্ছা করতেছে মায়ের কথা না শুনো,
রাস্তায় ছুটে চলে যেতে।
২-৮-২০০৮