একুশ
  মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
আমি একুশ আমি ছন্দ আমি সুর,
আমি বাংলা আমি থাকি-
রাখালের ক্লান্ত বিনের সুরে।
আমি আবেগ আমি বাঁদি সুর,
আমি দেখাই স্বপন
আমি রাঙ্গাই এই ভূবন।
আমি মরণ জয়ী ভাষা,
আমার নাইরে মরণ।
আমি দেখায় স্বপন আজীবন,
আমি ভুলাই দুঃখ।
আমি হাসাই তাদের।
আমি ভাসি ডলুর ঘোলা জলে,
আমি উঠি পশ্চিমা গগনের রবি হয়ে,
আমি আলোকিত করি এই ধরণী।
আমি থাকি শিশির ভেজা,
গোলাপের পাঁপড়িতে মিশে।
আমি থাকি হাজার বাঙ্গালীর প্রাণের সাথে,
আমি সুখ আমি দুঃখ,
আমি সুর আমি ছন্দ,
আমি লিখাই কবিতা,
আমি মরণ জয়ী ভাষা,
সালাম, বরকত, রফিক, জব্বারের,
রক্তে লিখা বাংলা ভাষা।
২১শে ফেব্রুয়ারী ২০১৪ ইংরেজী