অপরূপ
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
নীল আকাশে পড়িয়া সূর্যের কীরণ
জলছে চিক চিক করে
তার উপরে এঁকে দিল আলপনা
সাদা মেঘেরা
অপরূপ রূপে সাজিয়ে দিল তাঁহারে
এমনি দৃশ্য দেখি নাই আমি
চোখেরি পলকে
তাই কিছু ক্ষণ মুগ্ধ হইয়া তাকিয়া রই,
যখনি আমি চোখ দু দুটি দৃষ্টি পাত করিলাম,
মাটির দিক।
তখনি দেখি
সোনা ঝরা ফসলের মাঠে,
সবুজের সারি বসিয়েছে মেলা।
মৃদু হাওয়ার ধাক্কা খাইয়া,
করিতেছে খেলা।
আরো দেখিলাম ঐ ডুবাতে,
হাসছে শাপলা ফুলেরা,
তাহারই ডানা মেলে।
এমনি দৃশ্য দেখিলাম,
পল্লী বাংলাই,
তাই তাঁহারে বাসি ভাল,
প্রাণেরি বেশি।
১৩-৯-২০১১