জীবন
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
জীবন সে-তো এক বিষাদ সিন্ধু,
শুধু আছে এতে দুঃখেরি জল।
কত যে পাই যতনা,
কজনে করে করুণা,
তার নাই কোন দিক।
দিনের পর রাত নামে,
আঁধারের পর আলো,
তবু দে-নাত সাড়া সুখ,
এক বারও।
কেউ বা থাকে রাজ প্রাসাদে,
কেউ বা যোগাতে পারে না,
দু-বেলা খাবার,
এইতো ছিল জীবন।
সারা দিন রূজি করে,
পাই কত টাকা?
সংসা তাদের এক দুঃখের ভেলা।
শেষ নাই! শেষ নাই!
মোদের দুঃখের।
আজীবন কাঁটছি সাঁতার,
দুঃখের সাগরে-
প’ব কী জানিনা অবশেষে তারে?
১৬-১০-২০১৩