মনে পড়ে
মোমিনুল হক আরাফাত
দুপুরের ক্লানতিতে মনে পড়ে তারে,
কত রেখেছি স্মৃতি,
ছোট্ট এই গ্রামে।
কত হেঁটেছি মা কত হেঁটেছি,
তোমারই সবুজের প্রান্তরে।
কত দেখিয়াছি মা কত দেখিয়াছি,
তোমারই সবুজ শ্যামল ক্ষেতের হাসি।
কত দুঃখ যন্ত্রণা ভুলিয়াছি মা,
তোমারই রূপ দেখে।
সবি ছেড়ে জানি যেতে হবে দূর দেশে।
মা! হারিয়ে যাব আমি এক দিন,
আসিব না আর তোমারই মাঠে.
দেখিতে পাব না নয়ন ভরে।
ভরিবে না মোর প্রাণ,
মা না দেখিলে তোঁকে।
তোমরই এত রূপ ছেড়ে,
হারাতে হবে কেন দূর দেশে?
মা!! আমি হারাব না!
মা! আমি হব না বিলীন,
কখনো তোমায় ছেড়ে।
৪-২-২০১৩