মন কান্দে
  মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
দেখো ঐ কত অবুঝ মন,
কান্দে নীরবে বসে সবুজ বনে।
কত মেধা ছিল তাদের;
পারলনা কোন কাজে লাগাতে।
হতে পারে নাই শিক্ষিত,
ছিনিতে পারেনাই কেহ।
ভাগ্য স্রোতে ভেসে যাই স্বপন,
যত ডাক্তার ইঞ্জিনিয়ার দেখি,
সবাই সম্ভ্রন্ত পরিবারের সন্তান;
না হলে হতে পারে না,
ডাক্তার ইনজিনিয়ার।
মেধার প্রয়োজন নাই দেখি,
টাকার প্রয়োজন।
শিক্ষিত হতে লাগেনা মেধা,
টাকাটাই থাকলে যথেষ্ট।
দেখ ভাই কত গরীব দুঃখির সন্তান,
লেখা পড়া পালায় কর্মস্তলে।
তাদের মাঝে আছে অনেক মেধাবী ছত্র,
ভাগ্যে তাদের লেখাপড়া ছিল না,
তবে মেধাটাই ছিল;
ধনির ছেলের চেয়ে শত গুন বেশি।
দেখ ভাই কত মেধাবি ছত্র,
এস, এস, সি, তে ভাল পাস করে,
ছুটে যাই জুতার দোকানে,
টাকার জন্য পাই না মেধার মূল্য।
তাদের দিকে ফিরে দেখ,
এলাকার বড় লোক-সরকার,
না হলে পারিবেনা দেখিতে মধাবী ছাত্রর মুখ।
১৫-৭-২০০৮