খুঁজি
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
পৃথিবীর বুকে খুঁজিনা সুখ,
পৃথীবীর মাঝে নাইরেত সুখ।
আমি খুঁজি সুখ  তোরি বুকে,
আমি দেখি স্বপন তোরি দু-চোখে।
যেও নারে কভু দূরে সরে,
সবি সত্য অ-শিকার করে।
নিও না’রে কভূ বিদায়,
চিরত্বরে বাংলারি বুকে
আমায় রেখে সুন্দর এ ধরাতে।
জানি সবি কল্পনা,
আসলে যেতে হবে সবি ছেড়ে,
বাংলার বুকেতে।
দু-জন দু-জনার হাত দেব যে ছেড়ে,
যে দিনে আসিবে শেষ বিদায়ের পালা।
তবু রয়ে যাবে আজীবন,
দু-জনার প্রেম রঙ্গীন ধরাতে,
হাজার লোকে বলবে চি-কার করে,
তারাতো হলো অমর।
লিখে দিল নাম দু-জন দু-জনার বুকে।
হল নাত তারা বিলীন,
হল নাত কেহ নিঃশ্বষ।
যদিও বলে বোকার দলেরা,
ভালবেসে হলাম আমি নিঃশ্বষ।
তারা তো জানেনা-
আমি হয়েছি জয়ী।
যদিও নাহি পাই তারি দেহ;
তবু দিয়েছি আমার মন।
চাহে নাই আমি দেহ,
চেয়ে ছিলাম তারি মন।
দিয়েছি আমার মন,
নিয়েছি তারি মন।
তার চেয়ে বড় বিজয়
হয় নাত এ ধরাতে।
২০শে জৈষ্ঠ ১৪১৯ বাংলা,
৩ জুন ২০১২ খৃষ্টাব্দ

এলবামঃ প্রেম হীন এ হৃদয়-১৯