নীলিমা ফিরে আয়
মোমিনুল হক আরাফাত
মা? হয়তো বেঁচে নাই,
বাবা? ঠিকানা জানা নাই।
কে আমি?
নষ্ট পৃথিবীর নষ্ট কেউ আমি,
আমি নষ্ট! মনে আজ বড় কষ্ট,
আমি মাতাল না, মাতাল হতে নেশা করি নাই
আমি এই জীবন মেনে নিতে না পেরে মাতাল হয়েছি।
নষ্ট কেন হবে আমি? কি অপরাধ আমার?
আমি নষ্ট না।
নষ্টমি থেকে আমার জন্ম না।
শালা নষ্ট বলিস না আমায়,
তুই নষ্ট তোর চরিত্র নষ্ট
আমার চরিত্র ধর্ষিত না
এই সমাজও ধর্ষিত আজ।
চারিদিকে ধর্ষণ
ঘুমে জাগরণে দিবা নিশিতে
সবখানে ধর্ষণ।
কে আমি আমার কেন দুঃখ হবে?
এই রাস্তা আমার!
এই রাস্তা দিয়ে হাঁটব আমি,
মাতাল হবো ইচ্ছা মতো।
কারো কিছু যায় আসে না।
এই রাস্তার পাশে পড়ে আছি শত বছর,
এই রাস্তা থেকে তুলে নিয়ে ছিল কেউ আমায়,
সে দিয়েছিল প্রেরণা মানুষ হওয়ার
কে যেন গেছে আঘাত করে
আহত এ বুকে।
দিয়ে ছিল সুখ, দিয়ে ছিল ভালবাসা,
তাই মাতাল হয়েছি
হারিয়ে তারে অগোচরে।
আজ বড় বিষন্ন আমি,
একটুও সুখ নাই এমনের আনাচে কানাছে,
নীলিমা আজ আর কারো বাসরে।
এ জীবন থেকে ইতি হয়ে,
স্মৃতির পাতায় গেছে চলে।
বিয়ারের গন্ধ ভরা অঙ্গে তারি এত রূপ,
সে গন্ধ মাতাল হয়েছিলাম বহু আগে,
আজো সে ঘোর কেটে উঠে নি,
তাই তোমায় খুঁজি দিবা নিশিতে।
সে বহু আগে বলেছিলাম;
মেড্যাম তোমায় দারুণ লাগে,
তখন হেসে ছিলে তুমি মুখ ঠিপে।
আজ তুমি দূরে বহু দূরে।
হয়তো ঘুমিয়ে আছো আর কারো বুকে।
আমি অনে-ক খুঁজেছি তোমায়,
খুঁজিতে খুঁজিতে ক্লান্ত হইনি,
এখনো খুঁজি তোমায় মাঝ রাতে।
যে ভালবাসা ছিল এ বুকে,
সে ভালবাসা বিলীন হলো তোমারি দেওয়া আঘাতে,
তবু খুজি তোমায়,
হয়তো যৌবনের ডাকে খুঁজি তোমায় নীরব রাতে,
বড় নিষ্ঠুর একাকি রজনী, তার চেয়ে বড় তুমি-
কেন করে গেলে আমায় একাকার?
কেন করেছো মাতাল?
জাবাব পাব কোন দিক থেকে?
আমি কান পেতে আছি শুনিতে,
শুনিতে এই কথা
নীলিমা এসে বলবে,
ফিরে এসেছি তোমার কাছে
তোমার ভালবাসা বৃথা যায় নি।
আমি এসছি ফিরে,
খরা যৌবন ভিজিয়ে দিতে।
এসিছি ফিরে তোমায় ঘুম পারিয়ে দিতে।
সত্যি বড় নিষ্ঠুর রজনী,
তার চেয়ে বড় নিষ্ঠুর আমার নীলিমা,
তাই সে আসে না ফিরে আহত এ বুকে।
১২ ভাদ্র ১৪২৩ বাংলা,
২৭ আগস্ট ২০১৬ ইংরেজি,
এলবাম-হৃদয়ের কান্না-৪৮
ইছামতি, সাতকানিয়া, চট্টগ্রাম-৩৩৯৪
Page Search- @kobimominul