পল্লী মা
মোঃ মোমিনুল হক আরাফাত
হে পল্লী মা! করিস নারে তুই মন খারাপ,
ছাড়িস নারে দীর্ঘ শ্বাস হইস নারে হতাস।
জ্বলে উঠবে এক দিন প্রদীপ তোঁরি বুকে,
আলোকিত করিবে তোকে।
ওগো পল্লী-মা ছড়িস নারে তুই দীর্ঘ শ্বাস,
তাকাস নারে তাদের দিকে।
যারা ছিল তোঁরি সন্তান,
জ্বলে উঠে ছিল তোঁরি বুকে,
তারা করিতে পারেনাই আলোকিত তোঁকে।
ওগো মা! তারা তো ছিল স্বার্থ পর,
তাই চলে গেল তোঁকে ছেড়ে।
আলোকিত করিতে নিজেকে,
তারা ভুলে যায় পরিচয়,
ভুলে যায় পল্লী মাকে।
মা ওরা নয় তোঁরি সন্তান,
ওরা হতে পারেনা কভু তোরি সন্তান।
যদি হতো তোঁরি সন্তান,
যেত না কভু তোঁকে ছেড়ে,
আলোকিত করিত না শহর।
যদি হতো তোঁরি সন্তান
আলোকিত করিত তোঁকে,
পল্লীর রূপ নিত শহরে।
মা ভাবিস নারে-
জন্ম নিবে তোঁরি বুকে এমন সন্তান,
যে নিজে আলোকিত হবে,
আলোকিত করিবে তোঁকে।
২২-১১-২০১১