সাগর কারিশমা
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
শত জনম ধরে চেয়ে আছি তোরি পথে,
বেলা অ-বেলায় শুধু খোঁজেছি তোকে।
সাগরের বুকে আছে লুকিয়ে কারাশমা
কেউ তো জানে না তা।
দু জন দুজনার কত যে আপন_
তোরি স্বপন বুকে নিয়ে
পাড়ি দি এক একটি প্রহর।
অজস্র বার জন্ম নিয়ে
পাড়ি দি এক একটি প্রহর।
অজস্র বার জন্ম নিয়ে
অজস্র বার বাসব ভাল শুধু তোকে।
তোরি রৃপে তোরি মায়াই গড়েছি-
নতুন এক যুগের সূচনা।
মোহনায় এসে বেসে যেতে,
ইচছা হয় তখন।
হৃদয়ের আনাচে-কানাচে
লিখা আছে তোরি নাম।
কখনো ভাবি তুমি অতি কাছে
কখনো দেখি নাই তো পাশে।
এ কেমন ছলনাই পড়েছি?
শত শূণ্যতা হয়েছিল পূণ্যতা
তোমারি একটু আশ্বাসে।
পৃথিবীর বুকে আগুন লাগিয়ে দিব-
যদি তাকাও আর কারো পাণে।
শত চাওয়া পাওয়া বিপলে দিয়েছি
চাই না রাজ্য চাই না প্রাচুর্য
আমি শুধু চেয়েছি তোমায়।
তোমারি মৃদু হাসিতে ভুলে যায়
মৃত্যুর যন্ত্রণা।
তোমার আশ্বাসে ভরে যায় শত শূণ্যতা।
আমি তোমার তুমি আমার
এত তো বিধতার বিধান।
শত জনম ধরে সাগরের বুকে-
তুলে ছিলে ঢেউ।
জনম-জনম ধরে দিয়েছিলে পেরণা
সেতো আমার কারিশমা।(সাগরের)
হৃদয়ের গভীরে হারিয়েছি তোমারে-
তুমি বিনা নাই কিছু চাওয়ার।
সাগরের বুকে হারিয়ে পেলছ নিজেকে-
পারবেনা কভু বিলীন হতে।
আকাশের মতো হৃদয় তোমার-
সে হৃদয়ে লিখে নাও আমায়।
তুমি আমার আমি তোমার
জনম জনমের সঙ্গী।
১২ই মাঘ ১৪২২ বাংলা,
২৫শে জানোয়ারি ২০১৬
এলবামঃ স্বপ্ন হারা মন-৫০
উৎসর্গ-সাগর