প্রেরণা 
  মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
শত ব্যস্ততার এ শহরে বেঁচে আছি আমি
শত যন্ত্রনা বুকে নিয়ে,
শত প্রেরণা আজ হয়ে গেল মিথ্যা।
স্বপ্ন সেতো ডুবে গেল পশ্চিমা গগনে,
নীলিমা তুমি তো হলে না আমার!
চলে গেছো দু চোখেরি সীমানা ছেড়ে।
নিয়তির কী নিদারুণ লিখন,
নীলামা আজ হয়ে গেল পর,
খুঁজে পেল সুখ অন্য হৃদয়ে!
আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেল-
ওগো নীলামা না পেয়ে তোমায়।
শত যন্ত্রণা এ বুকে রেখেছি লুকিয়ে,
শত প্রেরণা আজ হয়ে গেল বিলীন।
এখনো নিজুম রাতে
বসে চাঁদের জ্যোৎস্নায়-
কথা বলি নীলিমা তোমার কানে কানে।
মাঝে মাঝে কার যেন সাড়া পেয়ে,
উঠি আমি জেগে-
তখনি দেখি নীলিমা নাই আমার পাশে।
সেতো চলে গেল দূরে বহু দূরে,
তবু এ হৃদয়ে দেখা দে সে
কল্পনার ভেলা বাসিয়ে।
শূন্য হৃদয় শূন্য রয়ে গেল-
আজো হল না নীলিমা আমার,
নীলিমা সেতো মিশে আছে নীল আকাশে।
নীলিমি আজ সুখ খুঁজে পেল,
অন্য কারো হৃদয়ে।
আমার সকল চাওয়া পাওয়া বিলীন হয়ে গেল,
আকাশের নীলে। 
তবু হল নাতো নীলিমা আমার,
তাই সন্ধ্যার আকাশে খুঁজে বেড়ায়,
ওগো নীলিমা তোমায়।