ফেলে আসা স্মৃতি
মোমিনুল হক আরাফাত
তবুও যেতে চাই ফিরে,
যে দিন গুলি ফেলে এসেছি পিছে।
জানি আর হবে না পেরা,
পাব নাত ফিরে সে দিন গুলি
যে দিন গুলো ছিল বড় মধুর।
তবুও যেতে চায় বারে বারে
ফেলে আসা বাল্য কালে।
আবার ইচ্ছা হয় আমার
সারা গায়ে কাঁদা মেখে
বসে থাকতে বিলে।
পাখিদের সাথে চুপি চুপি
কত কথা বলেছি তখন,
এখন আবার ইচ্ছে হয়
ফিরতে সে দিনটাতে।
বদলে গেছে জীবন
বদলায় নি শুধু আমি।
কিছু তো নাই এখন আগের মতো
সবি যেন অচেনা এক আলপনা।
রাখালের বীনের সুর পাই না শুনতে,
কাক ডাকা দুপুর
সেও বোধয় হারিয়ে গেছে,
ভোরের ঘুঘুর ডাক সেও নাই আর,
টুন টুুনিটার টুন-টুন শব্দ
শুনে ছিলাম অনেক আগে।
আবার ফিরে যেতে চায়
সে বাল্যকালে।
যে কালের মধু মাখা স্মৃতি
ভাসে বারে বারে
সবুজ শ্যামল ফসলের হাসি
দেখেছিলাম আমি।
আরো দেখেছিলাম
দল বেধ বিহঙ্গ উড়ে আকাশে
মুক্ত মনে।
ডলুর (নদী) বুকে দেখেছি
ছেড়া পাল আর কত বিচিত্র ডিঙ্গি।
আষাঢ়ের আকাশে শুনে গর্জন,
শরীর শৈউরে উঠত তখন
বৃষ্টির ঝর ঝর শব্দ
করেছিল আমায় সিক্ত।
এখন বড় হয়েছি
তাই সবাই বিদায় জানাল আমায়,
এখন তো পাই না আর দেখিতে কিছ,ু
জীবনের সাথে যুদ্ধ করতে করতে
ক্লানত্ম হয়ে গেছি
তবু নাই কোনো তৃপ্তি।
যত স্বাদ যত আকাঙড়্গা
সবি পূর্ণ হয়েছিল
সে বাল্য কালে।
আমি আবার ফিরে পেতে চায়
সে হারানো জীবনে
যে জীবনে সবাই ছিল আপন।
২৭ আশ্বিন ১৪২৪ বাংলা
১২-১০-২০১৭ ইং