নিষ্টুর নীলিমা
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
তোমায় খুঁজেছি মিছে গুরেছি,
তবে পাই নি আজো তোমার দেখা,
জানিনা আছো তুমি কোন গগনে,
করো কার ভূবন আলোকিত?
বেলা অবেলায় শুধু তোমায় ভেবেছি,
মিছে মিছে স্বপ্ন দেখেছি।
তবু পাই নাই আজো তোমায়-
আহত বুকেরি কাছে।
কত দূরে আছো তুমি?
ফিরবেনা কোন ঝড়ের রাতে?
ভাঙ্গবেনা এ বুক?
আবার এসো তুমি,
সে কাল বৈশাকী ঝড় হয়ে।
আবার ভেঙে করে দাও চুরমার এ হৃদয়,
হৃদয় গঙ্গে তুমিই ঝড় তুলে ছিলে,
দেখিয়ে ছিলে কত মায়া।
সব ভেঙ্গে দিয়ে তুমি,
হারিয়ে ছিলে দূর আকাশে।
নীলিমা ফিরে এসো তুমি,
আলোকিত করো এ হৃদয়,
দাও ভালোবাসা এ কাঁচের হৃদয়ে।
তোমারি আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল-
পাথর মনটা আমার।
আবার এসো ফিরে
একটু খানি দেখা দাও
একটু করে দাও বাঁচার পেরণা।
বড় তৃষ্ণা পেয়েছে এ বুকে,
আমায় একটু জল দাও।
তোমার আঁচলে করে একটু খানি জল আনো,
আমি পারতেছিনা আর সয়তে।
এই প্লস্টিকের হৃদয়
তোমার আলোতে হয়ে গেল ক্ষয়,
তুমি এসো ফিরে
ভরিয়ে দাও আমায় তোমার ভালোবাসাতে।
বেলা অবেলায় তোমায় খুঁজতে-খুঁজতে,
মাথার তার দু-তিনটা গেছে ছিঁড়ে,
তুমি এসে জোড়া লাগিয়ে দাও নীলিমা।
তোমায় ভেবেছি আকাশের রবি,
তার দিকে তাকাতে- তাকাতে,
চোখের আলোও গেলো ক্ষয়ে।
বড়ো নিষ্টুর তো ছিলে নীলিমা তুমি_
এখন আমি কি-যে করি?
আমায় একটু পথ দেখাও।
সুন্দরী
যারে দেখি তারে ভাবি সেতো আমার নীলিমা,
হয়তো সে আবার এসেছে ফিরে,
আমায় ভালোবাসায় ভরিয়ে দিবে বলে।
দিলেনা ভরিয়ে শুধু দিলে তলিয়ে,
ওরা কেউ ছিলনা আমার নীলিমা।
তবু কেনো মনে হয় এমন?
আমার মাথার সাতটি তারও নিলে ছিঁড়ে?
ওগো নীলিমা কি দোষ ছিল আমার?
কেনো দেখিয়ে ছিলে স্বপন?
কেনো কাঁদাচ্ছো আজীবন?
জীবনের শেষ পহর পাড়ি দিচ্ছি এখন,
আর চাই না তো তোমায় ফিরিয়ে আনিতে।
দেখিনা স্বপন হবে তুমি আপন।
তবু চাই তোমায় কাছে-
ভালোবাসার জন্য নয় গো-
আমায় একটু পৌঁছে দেওয়ার জন্য,
আমায় একটু পাগলা গারুতে দিয়ে এসো গো,
জীবনে কী চেয়েছি কী পেয়েছি তোমার কাছে,
সে কথা আমার জানা নাই।
তোমার কাছে কিছু কী ছিলনা আমায় দেওয়ার?
ছিল তো দেওয়ার! দাও নি কেনো?
আমি মিথ্যা বলি???
হ্যাঁ আমি মিথ্যা বলি! তুমি দিয়েছো আমায়!
কাঁচের হৃদয়টা ভেঙ্গে চুরমার করে দিলে তুমি.
ছোট্ট প্লস্টিকের হৃদয়টাও সয়তে পারেনাই তোমার প্রভা।
তোমায় ভেবে ভেবে সাতটি তারও গেলো ছিঁড়ে।
তোমায় আর একটু প্রয়োজন আছে,
তুমি একটু কাছে এসো গো লক্ষ্ণী,
দাঁড়িয়ে কেনো আছো গো?
ভাবতে হবে না এতো…..এসো ছুটে।
আমি চাই না কিছু ফিরিয়ে নিতে,
যাই করেছ ভালই করেছ।
তোমার কাছে নাই কিছু চাওয়ার,
শুধু একটি বার এসে নিয়ে যাও,
আমায় কোনো পাগলা গারুতে।
ভাবতে হবে না গো।
সেখানেও বসে বসে তোমায় ভাব-বো নীলীমা।
আমি এই জগত থেকে দূরে যেতে চাই,
এই জগতে থাকার অধিকার নাই আমার।
আমার ছেড়া তার, নাই আলো,
তাই যার ঘ্রাণ পাই তাকে মনে হয় নীলিমা।
নীলিমা সে কে? বুঝিতে পারিনাই আজো,
নীলামা তুমি শুধু আমার চোখের ঘুম কেঁড়ে নিলে না,
আমিও অনেকের ঘুম কেঁড়ে নিয়ে ছিলাম,
নীলিমা তুমিই ভেবে তাদের।
যদি পাও কভু অবকাশ
ক্ষমা চেয়ে নিও গো তাদের কাছে।
আমি কেনো চাই বো? আমার ছিলনা কোন অপরাধ,
আমি শুধু তোমায় খুঁজেছি একটু ঘ্রাণ নিবো বলে।
হাজার মানুষের ভিড়ে চেয়েছিলাম শুধু তোমায়,
একটু ভালোবাসা দিবে বলে।
নীলিমা সেতো নীল চোখে দেখিতে পাই নাই আমায়,
তাই সে উড়ে বেড়াই আর কারো আকাশে।
-------হয়তো---------------
২৩শে ফল্গুন ১৪২২ বাংলা,
৬ই মার্চ ২০১৬ ইংরেজি
এলবামঃ স্মৃতির পাথায় ইতি- ৫ নং