নিলীমা 
  মোমিনুল হক আরাফাত
জীবনে ছিলনা কোন চাওয়া পাওয়া,
এই জীবনে চেয়েছিলান শুধু তোমায়,
তোমার আমার মাঝে ভয়ে গেল গঙ্গা যমুনা।
এ পাড়ে আমি ও পাড়ে থাক তুমি,
মাঝ খানে আছে শুধু চোখেরি জল।
নিয়তির সাথে বলেছিলাম কথা,
নিয়তি বলেছিল তুমি নও আমার।
তাইতো ওগো প্রিয়তমা বলি নাই
তোমায় ভালবাসি।
...আমি তো শূন্য
তাই বলিনাই কত ভালোবাসি।
আভেগের মাঝে হারিয়ে নিজেকে,
শত বার বলিতে চেয়েছিলাম
তোমায় ভালবাসি।
তবু পারিনাই বলিতে,,,
তুমি তো নিলে অন্য হৃদয়ে
আজো শূন্য এ হৃদয় খুঁজে বেড়ায় তোমায়।
আজো পারিনাই বলিতে কত ভালোবাসি,
আজো চাই আভেগের মাঝে হারিয়ে বিবেক,
বলে পেলি কত ভালোবাসি তোমায়।
তুমি তো ছিলে আকাশের চন্দ্র
আমি তো ঝিঁ ঝিঁ পোঁকা।
কী করে পাইব নীলিমা তোমায়?
তাইতো সারারাত জেগে গাই তোমারি জয় গান।
আমি চাহি নাই কভু হারাতে তোমায়,
তাই বলি নাই ভালবাসি তোমায়।
যদি আভেগের মাঝে হারিয়ে বিবেক
দাঁড়াতাম তোমার সামনে।
যদি বলে দিতাম তোমায় ভালবাসি,
সে দিনে তুমি হয়ে যেতে বিলীন
আমার আকাশ হতে,
তাই বলিনাই তোমায় ভালোবাসি