প্রদীপ
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
মন মন্দিরে আজ প্রদীপ নিভিয়ে গেল,
আঁধারা ডেকে গেল সবি আজ।
হৃদয় সেতো করে যে হাহাকার,
কেন করে হাহাকার কেন নামিল আঁধার?
এসবি কী নিয়তির লিখন?
যারে রেখেছি সাজিয়ে হৃদয় মাঝে-
সেতো গেল আজ এই বুকটা ছিড়ে।
যত দিয়েছিল ভালবাসা,
তার দ্বিগুন দিল যন্ত্রণা।
কত ব্যথা এ বুকে বুঝাব কাহারে!
কেনরে তুমি করে ছিলে ছলনা?
এই অবুজ মনটার সাথে।
কেন দিয়েছিলে ভালবাসা শূন্য হৃদয়ে?
কেন দেখিয়ে ছিলে স্বপন-
দিয়ে ছিলে কত অনু-প্রেরণা,
সবি তো গেছ ভুলে।
আহত এ হৃদয়ে ঝড় উঠে তোমারি স্মৃতি,
তুমি তো দিলে সুখ সাগরে পাড়ি,
আমায় ডুবিয়ে বিরহের লোনা জলে।
কী এমন ব্যথা দিয়ে ছিলাম তোমায়?
কেনরে তুমি চলে গেছ দূরে বহু দূরে?
১৬ কার্তক ১৪২১ বাংলা,
৩০-১০-২০১৪