জীবন
মোমিনুল হক আরফাত
পিঁছ থেকে কে যেন ধাক্কা দিয়ে বলে,
আর কত হারবি জীবনে?
আর কত ঝড়াবি আশ্রু দূ চোখে?
আমি চুপ করে থাকি আর নীরবে কাঁদি।
সেতো আবার ধাক্কা দিয়ে বলে,
তোর জীবন তো গেল তলে
বিষাদের জলে।
ডুবে গেল স্বপ্ন ভেলা অবহেলা অনাদরে,
আমি চুপ করে থাকি আর নীরবে কাঁদি।
সেতো আবার বলে,
এত সুখ উড়ে পৃথিবীর মঝে,
শুধু কী নাই তোরি কপালে?
আমি আভাক হই তারি কথাতে,
জবাব দেওয়ার মতো ভাষা নাই অন্তরে।
সেতো জানেনা সুখ সে তো নয় আমার,
তাই চাহিনা আমি সুখ।
সে কভে কার আগে দেখে ছিলাম স্বপন,
হব আমি সুখি মানুষ,
গাড়ি বাড়ি সোনা কড়ি,
সবি তো লাগবে আমার।
সে স্বপন বহু দিন আগে
দিয়েছি বুকে চাপা।
সত্যি সুখ তুই বড় কঠিন!
দিলিনা এক বারও দেখা,
নয় গাড়ি নয় বাড়ি,
দু ভেলা আহার হয়ে আসে নাত সুখ পাশে।
কে যেন আর পিঁছ থেকে ধাক্কা দেনা,
সেও তো গেল চলে,
নিদারুণ এই দৃশ্য দেখে
তাং- ১১ পৌষ ১৪২১ বাংলা,
২৫-১২-২০১৪ ইং