কনা
  মোমিনুল হক আরাফাত
তুমিতো গোলাপের উপর
শিশিরের কনা।
তাইতো মুগ্ধ হয়েছি প্রথম কথাতে,
হৃদয় মাজারে রেখেছি তোমায় সাজিয়ে,
তাইতো দেখি দিবসে নিশিতে
তোমারি স্বপন
জানিনা পাব কি'না সাড়া তারি...
আমি তো আছি দাঁড়িয়ে
তোমারি পথ চেয়ে,,,
দেখা দেবে তুমি রবি হয়ে?
আলোকিত করিবে আমার ধরণী?
এ-দুটি আখি দেখিতে চাহেনা..
রংয়েরি ভূবন-
শুধু দেখিতে চাহে তোমারে ভিবুর ভাবে,
জানিনা পাব কিনা তারে।
তুমিতো নীল আকাশের চন্দ্র
আমি তো মাটিতে পুতে থাকা ঝি ঝি পোকা,
তাই তো গাই শুধু তোমারি জয় গান।
দু জনের মাঝে ভয়ে গেল গঙ্গা যমুনা...
তবু এই ব্যকূল মন,
চেয়ে আছে তোমারি পথের প্রান্তে,
এ দুটি আখি দেখিতে চাহে
তোমার ছল ছল মায়া ভরা চেহেরা।
এ হৃদয় আমার তৃষ্ণাক্ত হইয়া পড়িল
তুমি কী করাবেনা মোরে জল প্রাণ??
যদি আসিতে নাহি পার এ জনমে.
দেখা দিয় মোরে পর জনমে।
এ জনম হবে বৃত্ত
না পেলে তোমার দেখা।
নিয়তি যদি কেঁড়ে নে তোমায়,
আমারি বুকের কাছ থেকে
কী করে দেব তারে বাঁধা