যদি কেউ যায় ছেড়ে
মোমিনুল হক আরাফাত
অবেলায় কেনো ডাকছো আমায়?
আমি তো নাই আর তোমার।
মিথ্যা বলি নাই, প্রতারণা করি নাই,
সত্যি বেসেছিলাম তোমায় ভালো।
শরৎতের শুরুতে জীবনের নব প্রভাতে ,
দিয়েছিল সে সাড়া।
নিয়েছি তারে কাছেটেনে,
যে চেয়েছিল ছায়া এ হৃদয় গহীনে।
অবেলায় কেঁদে কি আর হবে বন্ধু?
যে গেছে চলে,
ফিরবে না সে কভু তোরি বুকে।
মিথ্যা স্বপন দেখাতে চাইস কেনো তারে?
স্বপ্ন ভেঙে যেদিনে চলেছিলি একলা পথে,
সেদিনে থেমে গিয়েছিল এ-জীবন চলা।
নব সূর্য উঠেছে হৃদয়ে, নব ইতিহাস রচিত হবে-
তুই যদি না ডাকিস পিছনে।
স্বার্থ পরের মতো আজ চিৎকার করে বলি,
“যা দূরে সরে, তোরি ছায়া যেন না পড়ে এ হৃদয়ে।”
হয়তো থমকে গেছো
এ কথা শুনে!
কী করে হয়েছি এতটা নিষ্ঠুর?
জানি না নিজে।
তোমায় হারিয়ে-
নব দিবসের সূচনা হয়েছে জীবনে।
আবারও তোমায় ভেবে-ভেবে,
জীবনটা যাক থেমে।
তা কি করে হয়?
যারে দাও দূরেঠেলে
কেনো চাও তারে ফিরে নিতে বুকে?
পাবে না বন্ধু তারে,
পাবে না কভু বুকেরি কাছে।
আমি তো গেছি তোমায় ভুলে
তুমিও যাও মোরে।
নব ইতিহাস করেছি শুরো, তুমিও করো ,
আমায় ডাকো না আর পিছে।
যে ইতিহাস করেছি শুরো
সে ইতিহাসের পাতায় থাক না দাসি হয়ে।
তুমিও হও জাগরিত,
তুমিও করো নব ইতিহাস শুরো;
সে পাতায় রেখো না আমার স্মৃতি।
আমি তো হয়েছি তোমার জীবন থেকে ইতি,
ফিরে এসে রাজত্ব করিতে চায় না আমি,
যে সম্রাজ্য আমি হারিয়ে পেলেছি।
যখন চেয়েছিলাম রাজত্ব করিতে ,
বসিতে চেয়েছিলাম হৃদয় সিংহাসনে।
তখন তুমি চিৎকার করে বলেছিলে
“আমি বিদ্রোহী।
আমি চির বিদায় নিলাম
তোমার রাজ্য হতে।
পরাজিত সৈনিক আমি।
আমায় ডেকে কি আর হবে?
আমি আমার রাজত্বে আছি বেশ সুখে।
যদি ভালোবাসা থেকে থাকে এ বুকে,
সে বুকে বাঁধবে বাসা,
ফেলে আসা দিনের কথা।
১ ভাদ্র ১৪২৮ বাংলা,
১৬-৮-২০১৭ ইংরেজি