জীবন
মোহাম্মদ মোমিনুল হক আরফাত
জীবন এর খুঁজে আজ আমি
দূরে বহু দূরে
না বলা যন্ত্রণা আছে লুকিয়ে
বুকেরি গভীরে
বড় বেশি মনে পড়ে,
শৈশবের মা মাটি মানুষ,
হাজার যন্ত্রণা এ বুকে,
তবু আমি সুখি এইতো নিয়তি
কত নিষ্টুর এই ঢাকা শহর,
এই খানা নাই কোন নীরবতা,
এই খানে নাই কোন মমতা।
জীবনের খুঁজে
মা আমি আজ বহু দূরে
তবু কেন জানিনা পড়ে মনে,
মা মাটি মানুষ তোমার,
এই শহরে যায় নাত দেখা,
সবুজের দল,
এই খানে দেখা মিলে,
পাথরেও পাঞ্জর
কত আলো দেখা মিলে ঢাকা শহরে,
দেখা মিলেনা মা! জোনাকির,
তাইতো ভরেনা মোর প্রাণ,
এই শহরে যায়না শোনা পাখির কলকলানি
যায় শোনা গুন যন মটরের,
পল্লীর টানে ব্যকুল চিত্তে,
থাকিতে চাহিনা ঘরে,
ইচ্ছা করে,
পাখির মতো উড়াল দিয়ে,
ছুটে যায় ইছামতি গায়ে।
৬ই চৈত্র ১৪২১ বাংলা
২০-৩-২০১৫ ইংরেজি