হয় নি বলা
মোমিনুল হক আরাফাত
যে কথা বলব বলেও
বলা হয় নি আজো।
কেনো জানতে চাও তুমি
বারে বারে...
কি এমন কথা
রেখেছি লুকিয়ে
এ বুকেরি গহীনে?
যে কথা হয়ে গেছে গত
তা শুনিয়ে করিতে চায় না ক্ষত
হৃদয়টা তোমার ।
কত ভালোবাসি তোমায়
কি করে বোঝাব?
কতটা চায় কাছে।
সব কিছু বোঝে উঠার আগে
দীপ নিভিয়ে চলে গেছো তুমি
অনন্ত গহীন আঁধারে।
বেদনার বালিচরে শূন্য দু-হাতে
বসে আছি আমি একা।
ফিরবে কি তুমি বিভীশীকা?
ভরিয়ে দিবে কি আমায়
তোমার অপুরান্ত ভালোবাসাই?
কামনার জলে ধুয়ে কি দিবে?
যত কলঙ্ক-যাতনা।
ফিরে এসে আহতে বুকে
ভরিয়ে কি দিবে তোমারই
অপুরান্ত ভালোবাসাতে?
বলো ওগো বলো,
ফিরিয়ে দেবে না কখনো আমায়।
জনম-জনম ধরে
ঘুমিয়ে কি রাখবে আমায়?
তোমারি বুকেরি ঠিক মধ্য খানে।
যত অপূর্ণতা আছে
এ দেহ মনে প্রাণে
সবি তো পূর্ণ হয়ে যাবে,
তোমরি দু হাতের চুঁয়াতে।
এই না বলা কথা দু-টু
বলতে চেয়েছিলাম তোমায়
বারে বারে।
তুমি তো আসো নি কভু কাছে,
তাই পাও নি শুনিতে
আমার আর্তকার।
যদি কভু ভুল করে
আসিতে আহত এ বুকে;
বাসিতে ভালো আমায়।
তবে বোঝিতে পারিতে
কতটা কাছে ছিলাম তোমার
প্রণয়ের টানে।
১০ শ্রাবণ ১৪২৫ বাংলা
২৫ জুলাই ২০১৮
এলবামঃ স্মৃতির পাতায় ইতি-১৪