কল্পনা
মোমিনুল হক আরাফাত
যদি মন চায় এসো তুমি ফিরে,
আহত এ বুকে।
যদি মন চায় থাকনা আর দূরে,
ফিরে এসো আহত এ বুকে।
শত মান শত অভিমান ভুলে
করো শুরো নবপ্রভাতের।
নব দিবসের আলোতে,
আলোকিত হই এসো দু জন মিলে।
শত চাওয়া শত পাওয়া বিপল
করে দিয়ে,
এ মনের স্বপ্ন সকল ভেঙ্গে দিয়ে।
চলে গেছে তুমি অজানা কোন সুখে-
অজানা এক দেশে।
একে একে আমার স্বপ্ন সকল,
পুড়ে হলো ছাই,
না পেয়ে তোমায় এ বুকেরি কাছে।
আহত এ-বুকে উঠেছে ব্যথারি ঢেউ
তারা চায় ফিরিয়ে পেতে তোমায়।
আসবে কি কভু তুমি ফিরে?
আহত এ বুকে শত মান-
অভিমান ভুলে।
শত অভিমানের অবসান
হবে কি কখনো?
শত ব্যথা এ বুকে চেপে.
আজো যায় হেসে,
ওগো প্রিয়া তোমায় ভেবে।
তুমি কি বোঝ?
কতটা ব্যথিত আজ আমি।
না পেয়ে তোমায় এ বুকেরি কাছে?
যদি জানতে তুমি,
যদি বোঝতে তুমি,
কতটা বেসেছি তোমায় ভালো।
কখনো ছেড়ে যেতে না আমায়
দূরে বহু দূরে।
তোমার স্মৃতি বুকে চেপে,
আজো আলোকিত হয় ধরণী আমার ।
আমার এধরার সব আলো নিভেদিয়ে,
চলো গেছো তুমি অন্য হৃদয়ে।
শত যন্ত্রণা আমায় দিয়ে
করেছ কাকে সুখী?
শত স্বপ্ন আমার পুড়ে হলো ছাই,
তোমারি অভিমানের আগুনে।
শত পাওয়া আজ না পাওয়ায় রূপ নিল
না পেয়ে তোামায় এ বুকেরি কাছে।
ফিরে এসো ওগো ফিরে এসো,
আহত এ বুকে।
যদি মন চায় ফিরে এসো,
শত মান অভিমান ভুলে
শূন্য এ বুকে
২৬ বৈশাখ ১৪২৬ বাংলা
৯ মে ২০১৯ ইং
এলবামঃ স্মৃতির পাথায় ইতি-১৬